নাচো মন তালে তালে মাওলার জিকিরে
মাওলার জিকিরে নাচো, খোদার জিকিরে ॥
জ্বিন পরী ফেরেস্তা নাচে,
আসমান নাচে জমিন নাচে
দরিয়াতে পানি নাচে হু আল্লা স্বরে ॥
এশকেতে মজিয়া প্রভু,
পয়দা করে সকল কিছু
এশকের নাচে আরশ আজম পৌছিতে পারে ॥
ফানাফিল্লার হালেতে যাই,
আশেকগণে নাচেরে তাই
পতঙ্গ নাচিয়া যেমন আগুনে পোড়ে ॥
গফুর হালী নাচতে জানে,
ঝাঁপ দিল না প্রেম আগুনে
মরণ ডরে অমর না হইল সংসারে ॥