দেহ ছাড়ি প্রাণ গেলে রে
আর কন দিন ফিরি আইস তো নয়
পিঞ্জর ছাড়ি পাখি ধাইলে রে
ও মন কার খবর আর কনে লয় ৷৷
মোম বাত্তি এ বুকর মাঝে রে
ও মন আগুন লয়রে টানি
পরর ভালাই গরিবাল্লাই
নিজে জ্বলে জানি
মোম আর সুতা ফুরাই গেলে রে মন
তাতে কি আর আগুন রয় ॥
বেরাই বাল্লাই গরবা আইলে রে
ও মন থাগে আর কদিন
বর্ষা কাইল্যা পানি শুকায়
আইলে রে হুদিন
ভাটার পরে জোয়ার আইয়ে রে মন
জোয়ার গেলে আবার ভাটা হয় ॥