দেখ দেখ তাপি মন

দেখ দেখ তাপি মন বঁধু খেলে তোর সনে,দিছে প্রেমের খেল বসি হৃদের আসনে। ঘুরাই ঘুরাই দুনয়নী, নাচায় তোর দেহ খানি,নয়ন মুদিয়া দেখ কান্তরে তোর সিংহাসনে। কার শক্তিয়ে শির নার, জোর করি তালি মার,প্রেমের দুর্ব্বিণ দিয়ে দেখরে মন দুনয়নে। হস্ত চক্ষু কর্ণরে মন, করে সেই রসিক জন,মনের মত গাউছ ধন কহে দাস হাদী হীনে। লেখক : […]

দেখ দেখ তাপি মন বঁধু খেলে তোর সনে,
দিছে প্রেমের খেল বসি হৃদের আসনে।

ঘুরাই ঘুরাই দুনয়নী, নাচায় তোর দেহ খানি,
নয়ন মুদিয়া দেখ কান্তরে তোর সিংহাসনে।

কার শক্তিয়ে শির নার, জোর করি তালি মার,
প্রেমের দুর্ব্বিণ দিয়ে দেখরে মন দুনয়নে।

হস্ত চক্ষু কর্ণরে মন, করে সেই রসিক জন,
মনের মত গাউছ ধন কহে দাস হাদী হীনে।

লেখক : আবদুল হাদী কাঞ্চনপুরী

দেখ দেখ তাপি মন