দেখ ঐ নূরের পুতুলা

দেখ ঐ নূরের পুতুলা, দেখ ঐ নূরের পুতুলা।জুমলা জাহান মুখের জ্যোতে কৈরছে উজ্বালা ॥ নূরী মুখ ঝলমল, কায়া যেন গোলাপ ফুল।দেখি মন টলমল, প্রেমে মাতওয়ালা ॥ মুক্তি বাঞ্চা থাকে যার, নূরী চরণ ভজ তাঁর।সে চরণ খুইলে দিবে, ধনের তালা ॥ তাঁন প্রেমে যে মজিল, দু’কূলে রাজত্ব পেল।চৌদিকে জয়ধ্বনি পৈল, পেল সে মাওলা ॥ আলাস্তু বেরব্বিকুম, […]

দেখ ঐ নূরের পুতুলা, দেখ ঐ নূরের পুতুলা।
জুমলা জাহান মুখের জ্যোতে কৈরছে উজ্বালা ॥

নূরী মুখ ঝলমল, কায়া যেন গোলাপ ফুল।
দেখি মন টলমল, প্রেমে মাতওয়ালা ॥

মুক্তি বাঞ্চা থাকে যার, নূরী চরণ ভজ তাঁর।
সে চরণ খুইলে দিবে, ধনের তালা ॥

তাঁন প্রেমে যে মজিল, দু’কূলে রাজত্ব পেল।
চৌদিকে জয়ধ্বনি পৈল, পেল সে মাওলা ॥

আলাস্তু বেরব্বিকুম, কহে খোদা যেই দম।
ক্বা’লু বলা বৈলে সবে, এক্রার দিলা ॥

অজ্ঞান মকবুলে বলে, তাঁন প্রেমে যে মজিলে।
এই ভবে সেই জন, ওয়াদা পুরিলা ॥

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

দেখ ঐ নূরের পুতুলা