দেখলে ছবি পাগল হবি,
ঘরে রইতে পারবি না
আঠার আলমে আমার বাবা মাওলানা ।।
কি মোহন মুরতি বাবার
যে দেখেছে জন্মের মত হয়েছে উদ্ধার,
ও তার আর্শ কুর্শি সাগর পাহাড় দেখবার বাকি থাকে না।।
তাকে ভক্তি ভাবে করলে দরশন,
যিশু দেখে খৃষ্টানেরা ফয়া বৌদ্ধগণ,
হিন্দু দেখে মদন মোহন শ্রীনন্দের কালা সোনা।।
মুখ দর্শনে আসক্তি বিনাশ
হস্ত বক্ষ লক্ষে লক্ষ ২ পাতক নাশ,
রমেশেরি মনে উল্লাস দেখতে চরণ দু’খানা ।