এ সংসারে কে আছে আর এমন দয়াবান
দুই কুলের সুলতান ভাণ্ডারী দুই কুলের সুলতান ॥

ক্ষণে থাকে আসমানেতে ক্ষণে নামে জমিনেতে
এক পলকে সায়ের করে সারাটি জাহান ॥

কত মহা মুনি-ঋষি নাম জপে তার দিবানিশি
ঐ নামেরই গুণেতে পায় মরা দেহে প্রাণ ॥

গফুর হালী আশা করি আছে সেই চরণ ধরি
মরণকালে দিও বাবা চরণ তলে স্থান ॥

লেখক : আবদুল গফুর হালী

দুই কুলের সুলতান ভাণ্ডারী