চিনতে পারি না ভান্ডারী চিনতে পারি না
দমের কলে পুতুল নাচাও চিনতে পারিনা

নিজে পুতুল তৈয়ার করে, নিজে ঢুকে তার ভিতরে,
হাস গাও নাচ খেল, তোমার কারখানা ।।

অন্ধ আমি পঙ্গু আমি বধির আমি বোবা আমি,
আমার আমি সেওত তুমি আমি কিছু না ।।

দুনিয়ার ঘানিতে জুড়ি পাক্ দিতেছে মাইজভাণ্ডারী,
কলুর বলদ, ঘুরে মরি চক্ষু দিলেনা ।।

নাচনে আয়ু অবসান, এই নাচনে নাইকি ফুরান,
রমেশ পুতুল নাচিয়ে হয়রান আর নাচাইওনা ।।

লেখকঃ কবিয়াল রমেশ শীল

চিনতে পারি না ভান্ডারী