তোরে এই তোয়াজ্জা দিয়ে কনে, তারে তোয়াই ধর
আগুন ছাড়া, পানি ছাড়া, অঙ্গ কাঁপে থরে থর ॥

যে তোয়াজ্জা দিইয়ে তোরে
তাঁর ঠিকানা প্রেম সাগরে
স্ত্রী নাই, পুত্র নাই
নাইরে তাঁর বাড়ী ঘর

শুন ভাই উম্মর আলী
নাকেতে বেশর বালী
আশেক হইলে উঠবে জ্বলি
পাবি তাঁর খোঁজ খবর

তোরে এই তোয়াজ্জা দিয়ে কনে