তুমি বিনে বাঁচেনা জীবন

তুমি বিনে বাঁচেনা জীবন ভাণ্ডারী ধনরে,তুমি বিনে বাঁচে না জীবন ॥ চাইনা তোমার রাজ্যধন, চাইনা তোমার সিংহাসন,শুধু মাগি তোমার দরশন ॥ দিবানিশি তোমার সনে, থাকিতে চাই আকুল প্রাণে,ভিন্ন যেন না হই কদাচন ॥ শান্তি দিবে আশা দিয়া, রইলা তুমি পলাইয়া,আশায় আশায় চলে যায় জীবন ॥ সর্বরূপ ভুলাইয়া, স্বরূপ তোমার দেখাইয়া,অধম দাসের হয় যেন মরণ ॥ […]

তুমি বিনে বাঁচেনা জীবন ভাণ্ডারী ধনরে,
তুমি বিনে বাঁচে না জীবন ॥

চাইনা তোমার রাজ্যধন, চাইনা তোমার সিংহাসন,
শুধু মাগি তোমার দরশন ॥

দিবানিশি তোমার সনে, থাকিতে চাই আকুল প্রাণে,
ভিন্ন যেন না হই কদাচন ॥

শান্তি দিবে আশা দিয়া, রইলা তুমি পলাইয়া,
আশায় আশায় চলে যায় জীবন ॥

সর্বরূপ ভুলাইয়া, স্বরূপ তোমার দেখাইয়া,
অধম দাসের হয় যেন মরণ ॥

আউয়াল আখের দুই কূলে, থাকি যেন চরণ তলে,
তবে আমার সাফল্য জীবন ॥

লেখক: আবদুল লতিফ শাহ চন্দনাইশী

তুমি বিনে বাঁচেনা জীবন