তোমার পিরিতে বন্ধু রে, কী হবে না জানি
তুমি আমায় করবা নাকি মিছে কলঙ্কিনী রে ।
আমি তোমার প্রেমে পাগল রে, কাঁদি দিন-রজনী
কোন পরানে ভিন্ন বাসো, কহ কহ শুনি রে ॥
যে দিন হতে তোমার প্রেমে রে, সঁপেছি পরানি
সেই দিন হইতে বারণ হয় না, দুই নয়নের পানি রে ॥
বাউল আবদুল করিম বলে রে, যাবে পেরেশানি
অন্তিমকালে পাই যদি তোর, রাঙা চরণখানি রে ॥
লেখক : শাহ আবদুল করিম
তুমি আমায় করবা নাকি
তোমার পিরিতে বন্ধু রে, কী হবে না জানিতুমি আমায় করবা নাকি মিছে কলঙ্কিনী রে । আমি তোমার প্রেমে পাগল রে, কাঁদি দিন-রজনীকোন পরানে ভিন্ন বাসো, কহ কহ শুনি রে ॥ যে দিন হতে তোমার প্রেমে রে, সঁপেছি পরানিসেই দিন হইতে বারণ হয় না, দুই নয়নের পানি রে ॥ বাউল আবদুল করিম বলে রে, যাবে পেরেশানিঅন্তিমকালে […]