অ-আমির ধন, তুই কেনে মজালি আমার মন
তুমি রইলা মধুপুরে-গো, আমি রইলাম বৃন্দাবন ॥
সারা নিশি জেগে জেগে, জ্বলি উঠে আমার সোনার তন ॥
গলাতে সোনালী দানারে মন হস্তে বাঁশুরী
আমির ধনে মন ভুলাইতে জানে চাতুরী
দেখলে অঙ্গ শীতল হয়রে মন,
আমার আমির ধনের চাঁদ বদন ॥
দাস আলী আহমদ বলে
শাহ আমিরের চরণ তলে
স্ত্রী-পুত্র, আদি-অন্ত,
সঁপি দিলাম এই জীবন ॥