জীবনের জীবন অমূল্য রতন
শাহ আমির ধন ভাণ্ডারী,
শাহ আমির ধন ভাণ্ডারীরে
মওলা আমির ধন ভাণ্ডারী ॥

তোমাকে যারা বাবা কইরাছে ভক্তি
আউয়ালে আখেরে পাইয়াছে মুক্তি
হইয়াছো তাদের তুমি সঙ্গের সাথী
দয়াল আমির ধন ভাণ্ডারী ॥

তোমার নুরী চরণ ধরিয়ে কত গেল পেরিয়ে
তরীতে বাসনা আমারি
আউয়ালে আখেরে তরাইয়া লইও মোরে
বাবা আমির ধন ভাণ্ডারী ॥

আমার জ্ঞান বুদ্ধি বল তুমি হে সম্বল
তুমি ছাড়া আমার আর কে আছে বল
আমার মাতা পিতা বন্ধু ভাই তুমি ছাড়া কেহ নাই
দয়াল আমির ধন ভাণ্ডারী ॥

জীবনের জীবন অমূল্য রতন