জলিল জব্বার বাবা জলিল জব্বার

জলিল জব্বার বাবা জলিল জব্বার।তোমার প্রেমেতে হইল দুনিয়া গোলজার।। পেয়ে তোমার প্রেমের মধু কুল ছাড়িল কুল বধু,অসাধু হইল সাধু প্রেমেতে তোমার॥ হুর পরী ফেরেস্তা যত চরণ সেবে অবিরত,জ্বিন ইনছানে কদমে নত, আছে বেসুমার ॥ কে বুঝিবে তোমার এই ফের, করিতে জমানা আখের,আদম ছুরতে যাহের, মাওলা মাইজভাণ্ডার ॥ আপন গুণে সাধু হবে, পাপী যদি কষ্ট পাবে,রমেশ […]

জলিল জব্বার বাবা জলিল জব্বার।
তোমার প্রেমেতে হইল দুনিয়া গোলজার।।

পেয়ে তোমার প্রেমের মধু কুল ছাড়িল কুল বধু,
অসাধু হইল সাধু প্রেমেতে তোমার॥

হুর পরী ফেরেস্তা যত চরণ সেবে অবিরত,
জ্বিন ইনছানে কদমে নত, আছে বেসুমার ॥

কে বুঝিবে তোমার এই ফের, করিতে জমানা আখের,
আদম ছুরতে যাহের, মাওলা মাইজভাণ্ডার ॥

আপন গুণে সাধু হবে, পাপী যদি কষ্ট পাবে,
রমেশ বলে ভেবে তোমার কি দরকার ॥

রচয়িতাঃ কবিয়াল রমেশ শীল

জলিল জব্বার বাবা জলিল জব্বার