জগত সখা নয়ন বাঁকা ভাণ্ডারী

বাবা জগত সখা নয়ন বাঁকা ভাণ্ডারী আমার,ভাণ্ডারী আমার গুরু বাবাজান আমার । (আমি) সাধন ভজন নাহি জানি,ভক্তিশূন্য ক্ষুদ্র প্রাণী।তুমি বটে দয়ার খনি রক্ষ এইবার ॥ তুমি না রাখিলে মোরে,কে রাখিবে এ সংসারে,উদয় হলে নরাকারে, দয়াল অবতার ॥ আমি তোমার পদে কিনা,আর কেহ নাই তুমি বিনা,পুলছেরাতে ভয় করিনা হাসরের মাঝার ॥ পথ হারা পথিকের মতন,চরণেতে নিলাম […]

বাবা জগত সখা নয়ন বাঁকা ভাণ্ডারী আমার,
ভাণ্ডারী আমার গুরু বাবাজান আমার ।

(আমি) সাধন ভজন নাহি জানি,
ভক্তিশূন্য ক্ষুদ্র প্রাণী।
তুমি বটে দয়ার খনি রক্ষ এইবার ॥

তুমি না রাখিলে মোরে,
কে রাখিবে এ সংসারে,
উদয় হলে নরাকারে, দয়াল অবতার ॥

আমি তোমার পদে কিনা,
আর কেহ নাই তুমি বিনা,
পুলছেরাতে ভয় করিনা হাসরের মাঝার ॥

পথ হারা পথিকের মতন,
চরণেতে নিলাম স্মরণ,
রমেশের স্বর্গ নরক জীবন মরণ তোমার অধিকার ॥

লেখক: কবিয়াল রমেশ শীল

জগত সখা নয়ন বাঁকা ভাণ্ডারী