ছোট কাইল্যা প্রেম আমার
করিস না তোর পীরিতি ছারখার
টাকা দিয়ুম পয়সা দিয়ুম, আর দিয়ুম মন আমার ॥
পিরীতি অমূল্য নিধি ধৈর্য্য ধরি থাক যদি
পুরাইবে বাসনা তোমার
তুমি যেমন আমি তেমনরে (আরে ও বন্ধুয়া)
কি কারণে মন বেজার ॥
মজিয়ে তোমারি মত্ত না চাহিলাম কার স্বার্থ
না চাহিলাম পুত্র পরিবার
অদৃষ্ট মঙ্গল বুঝিরে (আরে ও বন্ধুয়া)
সদায় পুছিলাম তোমার ॥
হীন খায়রুজ্জামা বলে, প্রেমের মালা দিয়া গলে
কলংক বানাইলাম অলংকার
তুই শ্যামের পিরীতির লাগিরে (আরে ও বন্ধুয়া)
উদাসী হব এবার