ছাড়ব না প্রিয়ে তোরে গেলে এই প্রাণ।
খেলিব প্রেমেরি খেলা হাশর ময়দান ।।
আর্শে বসি বারী তা’আলা,
দেখি রবে প্রেমের খেলা।
চরণ লেপটি ধরি গাহিব এই গান ।।
মরিমু প্রেমেরি রোগে,
দেখিবে হাশরী লোকে।
দরশনে করিবে দাওয়া গাউসে দোজাহান ।।
এ দাস ছালাম হীনে,
কসম কৈরাছি মনে।
ছাড়ব না গাউস ধনের প্রেমেরি দামান ।।