চিনতে না পারি রে আমি বুঝতে না পারি
রঙের খেলা খেলে রঙ্গিলা ভান্ডারী ॥

ক্ষণে জ্বালায় ক্ষণে নিভায়,
ক্ষণে হাসায় ক্ষণে কান্দায়,
কাচা মনে সেই আগুন
সইতে না পারি ॥

জীবন নৌকা মাঝ সাগরে,
মাঝির পরান কাঁপে ডরে,
নিজের ইচ্ছায় ডুবাই মারে
দেয় রে পার করি ॥

ভাঙ্গাগড়া তারই লীলা,
আমার মনে কেন জ্বালা,
গফুর হালী বলে আমি
নয় তো আমারি ॥

লেখক আবদুল গফুর হালী

চিনতে না পারি রে আমি