চার রঙ্গের মসল্লা দিয়া যেই করেছে তোর গঠন
দিবানিশি ভাব বসি, ডাক তারে সারাক্ষণ ॥
হস্ত দিল সেবিবারে, জিহ্বা দিল ডাকতে তারে
নয়ন দিল দেখিবারে, অন্ধ রইলি কি কারণ ॥
শ্বাসের সনে ডুম্ব দিবি, লাহুতের মকামে যাবি
তখন তারে দেখতে পাবি, সেখানে তোর মহাজন ॥
হীন রহিমুল্লাহ বলে, চলে যাও আমির ভাণ্ডারে
দিলের পরদা খুলে যাবে, তখন হবে দরশন ॥