চার মকামে চারটি পরাণ, আর এক পরাণ কি
নাচে গায় কথা কয়, কেমন জিনিস দিই
নাছুতে অনল, মলকুতেতে কল
লাহুতে ফুলের সজ্জা জবরুতে জল,
জল স্থলে হেরিলে, শুনা যায় বন্ধুর বাণী ॥
নাছুতের দ্বার, দুই নাকের বয়ার
মলকুতের দ্বারজান, শুনবে কারবার
লাহুত দুয়ার মুখের বাণী, জবরুত দুয়ার দুই আঁখি ॥
আসল পরাণ কোন বুঝি পাক নিরঞ্জন
তারে দেখতে লাগে মুরশিদের দর্পণ
নিম্নলতা গঙ্গা বিনে, খাটবে না ফাঁকি ঝুঁকি॥
তিনি আছেন সর্বময় কোরানেতে কয়
কুণ্ডলিনী জালান বিনে দেখা পাইতা নয়
সকলে চিনিল তোরে রহিমুল্লাহ রইলাম বাকী ॥