চল প্রিয়া প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব,
প্রেম রঙ্গে রঙ্গ মিশায়ে কুঞ্জবনে রঙ্গ খেলিব ।।

সিংহাসনে বসাইব বুকে বুকে মিশাইব,
দুই জনে প্রেম ডোরে প্রেমে মিশি এক হব ।।

তুমি আমি এক হব এক ভিন্ন না রহিব,
আকাশ পাতাল আদি ত্রিভূবনে এক রব ।।

রঙ্গেতে কলিকা হব, এক রঙ্গ পুষ্প হব,
এক রঙ্গে অলি হইয়ে প্রেম ফুলের মধু খা ।।

রঙ্গে হাদী দুঃখী জন রঙ্গে হব নূরীতন,
রঙ্গে গাউছ ধন বলি নয়নের আঞ্জন হব ।।

রচয়িতা: আব্দুল হাদী কাঞ্চনপুরী

চল প্রিয়া প্রেম বাগানে