চল গো প্রেম সাধুগণ প্রেমেরী বাজার
প্রেম হাট বসাইয়াছে মাইজভাণ্ডার মাঝার ।।

সেথা এক মহাজন, নূরে আলম গাউছধন
সাধুগণের প্রাণ হরিয়ে করেন ব্যাপার।।

প্রেম রতনের মুদ্রা দিয়ে টুটা ফাটা দিল কিনিয়ে
সেকান্দরী আয়না তাতে করেন তৈয়ার ।।

চিননিরে সাধুগণ সে কেমন রসিক জন
প্রভুর ভাণ্ডার জান হাতেতে তাঁহা।।

দাস হাদী শক্তি হীন, দিতে নাহি পারি চিন
আহাদ আহামদ মাঝে মিমের দিওয়াল ।।

রচয়িতাঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

চল গো প্রেম সাধুগণ