গাউসধন খোদার পেয়ারা

গাউসধন খোদার পেয়ারা, গাউস ধন খোদার পেয়ারা।কেমনে ভুলিবে তানে দেখেছে যারা।। সেই মম প্রাণের প্রাণ, সেই মম কুল মান।সেই মোর নয়নেরি নয়ন তারা।। তোমারী পাদুকা তলে, অযোগ্য নিছনি দিলে।বাঙ্গালা ফারেস আরব শ্যাম বোখেরা।। এই দাস ছালাম ভুলে কেনে রব প্রাণী বিষে।জপি নাম তেকারণে সদা তোমরা।। লেখক : আবদুস সালাম ভূজপুরী

গাউসধন খোদার পেয়ারা, গাউস ধন খোদার পেয়ারা।
কেমনে ভুলিবে তানে দেখেছে যারা।।

সেই মম প্রাণের প্রাণ, সেই মম কুল মান।
সেই মোর নয়নেরি নয়ন তারা।।

তোমারী পাদুকা তলে, অযোগ্য নিছনি দিলে।
বাঙ্গালা ফারেস আরব শ্যাম বোখেরা।।

এই দাস ছালাম ভুলে কেনে রব প্রাণী বিষে।
জপি নাম তেকারণে সদা তোমরা।।

লেখক : আবদুস সালাম ভূজপুরী

গাউসধন খোদার পেয়ারা