গাউছুল আজম মাইজভাণ্ডারী রুহুল আশেকিন

আমার গাউছুল আজম মাইজভাণ্ডারীরুহুল আশেকিনমানবকূলে জন্ম নিলেনআমিন আমিন (২)॥ বল আরশের ধন আরশে ছিল অনন্তকালআহাদে একেশ্বর নবীর দুলালশেষ জমানায় নবিজীরউম্মতের জামিন ॥ মাইজভাণ্ডারী তরিকা করিয়া সৃজনমুক্তির পথ দেখিল পাপীতাপীগণনব জীবন পাইলইসলামি দ্বীন৷৷ গফুর হালীর মুখে ইছমে আজমহযরত কেবলা বাবা গাউছুল আজমঐ নামের জিকিরে রতআসমান জমিন৷ লেখকঃ আবদুল গফুর হালী

আমার গাউছুল আজম মাইজভাণ্ডারী
রুহুল আশেকিন
মানবকূলে জন্ম নিলেন
আমিন আমিন (২)॥ বল

আরশের ধন আরশে ছিল অনন্তকাল
আহাদে একেশ্বর নবীর দুলাল
শেষ জমানায় নবিজীর
উম্মতের জামিন ॥

মাইজভাণ্ডারী তরিকা করিয়া সৃজন
মুক্তির পথ দেখিল পাপীতাপীগণ
নব জীবন পাইল
ইসলামি দ্বীন৷৷

গফুর হালীর মুখে ইছমে আজম
হযরত কেবলা বাবা গাউছুল আজম
ঐ নামের জিকিরে রত
আসমান জমিন৷

লেখকঃ আবদুল গফুর হালী

গাউছুল আজম মাইজভাণ্ডারী রুহুল আশেকিন