আমার গাউছুল আজম মাইজভাণ্ডারী
রুহুল আশেকিন
মানবকূলে জন্ম নিলেন
আমিন আমিন (২)॥ বল
আরশের ধন আরশে ছিল অনন্তকাল
আহাদে একেশ্বর নবীর দুলাল
শেষ জমানায় নবিজীর
উম্মতের জামিন ॥
মাইজভাণ্ডারী তরিকা করিয়া সৃজন
মুক্তির পথ দেখিল পাপীতাপীগণ
নব জীবন পাইল
ইসলামি দ্বীন৷৷
গফুর হালীর মুখে ইছমে আজম
হযরত কেবলা বাবা গাউছুল আজম
ঐ নামের জিকিরে রত
আসমান জমিন৷