খোদা তোর কি বাহানা

খোদা তোর কি বাহানা, খোদা তোর কি বাহানা।মানব ছুরতে সবের বাবা মাওলানা।। তাঁন রূপের কি বয়ান, ত্রিভুবনে নাই সমান।নূরী চরণ দেখাই সবে করে দিওয়ানা।। তাঁহান প্রেমের সাজে, ত্রিভূবনে ধ্বনি বাজে।হালকা ছলে ভবে করে আরশী খেলনা।। গুপ্তে ব্যক্তে সবে, মৈজে তাঁন প্রেমভাবে।দিবানিশি সদা করে, নাম জপনা।। প্রভুর প্রেমিকগণ, তাঁন রূপে মত্ত মন।রাতুল চরণে যেন ঝম্পে পরওয়ানা।। […]

খোদা তোর কি বাহানা, খোদা তোর কি বাহানা।
মানব ছুরতে সবের বাবা মাওলানা।।

তাঁন রূপের কি বয়ান, ত্রিভুবনে নাই সমান।
নূরী চরণ দেখাই সবে করে দিওয়ানা।।

তাঁহান প্রেমের সাজে, ত্রিভূবনে ধ্বনি বাজে।
হালকা ছলে ভবে করে আরশী খেলনা।।

গুপ্তে ব্যক্তে সবে, মৈজে তাঁন প্রেমভাবে।
দিবানিশি সদা করে, নাম জপনা।।

প্রভুর প্রেমিকগণ, তাঁন রূপে মত্ত মন।
রাতুল চরণে যেন ঝম্পে পরওয়ানা।।

মকবুল মিছকীনে সদায় তোমা থেকে তোমাকে চায়।
তুমি বিনে লক্ষ্য নাই বাবা মাওলানা।।

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

খোদা তোর কি বাহানা