খাসমহলে গিয়া রে মন

খাসমহলে গিয়া রে মন খাজনা দিয়া আয় ঘর-বাড়ি উঠিবে নিলাম করবি রে হায় হায় মাঘের এক আর বৈশাখের বিশ, বছরে দুই খাজনা দিসনামবে দেহে পাবে রে বিশ পরে থাকবি বাবার পায় ॥ কুলহু আল্লাহর ভেদ জানিবি, মুরশিদ-খোদা এক জানিবিআমির ধনের নাম জপিবি, হাবিবে রহমান গায় ॥ মনের দুঃখ বলবি তারে, চায় যদি সে এক নজরেচলরে জামাল […]

খাসমহলে গিয়া রে মন খাজনা দিয়া আয় 
ঘর-বাড়ি উঠিবে নিলাম করবি রে হায় হায়

মাঘের এক আর বৈশাখের বিশ, বছরে দুই খাজনা দিস
নামবে দেহে পাবে রে বিশ পরে থাকবি বাবার পায় ॥

কুলহু আল্লাহর ভেদ জানিবি, মুরশিদ-খোদা এক জানিবি
আমির ধনের নাম জপিবি, হাবিবে রহমান গায় ॥

মনের দুঃখ বলবি তারে, চায় যদি সে এক নজরে
চলরে জামাল তার দিদারে মুরশিদ বিনে উপায় নাই ॥

 লেখক : মোহাম্মদ জামাল উদ্দীন

খাসমহলে গিয়া রে মন