কোন্ ভাষাতে ডাকলে তোরে, শুনতে পাবি বল,
সকল ভাষা শব্দ সুরে, ডাকিয়ে হল গলা তল ।
জগৎযামী হয়ে ভবে, সদ্যাপি নীরবে রবে,
কার কাছে যাইবে তোমার পাপি তাপি দাসের দল।
শিরেতে কলঙ্কের ডালি লোকে করে গালাগালি,
আলেমগণে কাফের বলে সাধারণে কয় পাগল ।
দারুণ বিচ্ছেদের জ্বালা, অন্তর হয়েছে কালা,
তনমন জ্বলিয়ে গেল, লাগিয়ে তোমার প্রেমানল ।
দয়াল মাওলা মাইজভাণ্ডারী, তুমি পাপ তাপ হারি,
ডাকলে কেন দাওনা সাড়া হওনা কি ভক্ত বৎসল।
কহিছে করিম হীনে তোমার পদ ছায়া বিনে,
কোথা আছে দাসগণের, মাথা রাখিবার স্থল।