কেউরে ন বুঝাইয়ুম রে

কেউরে ন-বুঝাইয়ুম রে আঁর পরাণ বন্ধু কালা, কেউরে ন-বুঝাইয়ুম রে আঁর পরাণ বন্ধু কালা , সবে বলে কালা রে কালা আঁত্তে লাগে গোড়া

কেউরে ন-বুঝাইয়ুম রে আঁর পরাণ বন্ধু কালা
কেউরে ন-বুঝাইয়ুম রে আঁর পরাণ বন্ধু কালা ॥

সবে বলে কালা রে কালা আঁত্তে লাগে গোড়া
সবে ফুলের মধু খাইব রসিক ভোমরা রে ॥

যে বলিবে বলুক কালা কেউরে নদ্যুম কইয়া
বৈদেশত ন-যাইওরে কালা ঘরে থাকো বইয়া রে ॥

কালা মুখের মিঠা হাসি দিনে রাইতে চাইব
বাহিরে ন-যাইও রে কালা ভিক্ষা মাগি খাইব রে ॥

কহে গুরু আসকর আলী কালা গলার মালা
কালার সনে পিরিত করি মরি গেলে ভালা রে ॥

রচয়িতা: আসকর আলী

কেউরে ন বুঝাইয়ুম রে