কেঁদে কেঁদে প্রিয়ার কাছে যোগী হয়ে এসেছি,
কলঙ্কের হার গলে পরে তবে তোমায় পেয়েছি।
প্রেমানলে জ্বলেরে, সদা প্রিয়া প্রিয়া বলে,
পর্বত কানন কত, তোমায় ঢুরে ফিরিছি।
খাইয়ে প্রেমের বাণ, হারাইলেম কুলমান,
মজনু বেশে দেশে দেশে তোর কারণে ঘুরেছি।
এসো প্রিয়া প্রেমাদরে, দাস হাদীর হৃদ মাঝারে,
মন তন যৌবন ধন, সব তোমায় সঁপেছি।