কৃপা বিতরণ করিয়ে এখন

কৃপা বিতরণ করিয়ে এখন,রাখহ জীবন,ওহে গাউছ ধন,নহেত জীবন,ত্যাজিব এখন,করিয়ে জপন ওহে গাউছ ধন। তব শশীতন, দেখিয়ে স্বপন,বাড়িল দ্বিগুণ,বিরহ যাতন,না যায় সহন, না যায় সহন,ত্যাজিব জীবন ওহে গাউছ ধন। বৈরাগী বসন, লইয়ে এখন,চলিল হাদী করিতে ভ্রমণ,বন বৃন্দাবন,পর্বত কানন,তোমারই কারণ ওহে গাউছ ধন।

কৃপা বিতরণ করিয়ে এখন,
রাখহ জীবন,ওহে গাউছ ধন,
নহেত জীবন,ত্যাজিব এখন,
করিয়ে জপন ওহে গাউছ ধন।

তব শশীতন, দেখিয়ে স্বপন,
বাড়িল দ্বিগুণ,বিরহ যাতন,
না যায় সহন, না যায় সহন,
ত্যাজিব জীবন ওহে গাউছ ধন।

বৈরাগী বসন, লইয়ে এখন,
চলিল হাদী করিতে ভ্রমণ,
বন বৃন্দাবন,পর্বত কানন,
তোমারই কারণ ওহে গাউছ ধন।

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

কৃপা বিতরণ করিয়ে এখন