গাউছ ধনরে, কি সাধনে পাব তোমারে,
আমি সাধন ভজন হীন, দয়া কর আমারে ।।
তুমিত দয়ার সিন্ধু আমিত পতিত জন,
দীন দাসে কৃপা বিন্দু নিয়েছি তোমার স্মরণ,
দীন স্মরণ দুঃখ বারণ, নাম ধরেছে সংসারে ।।
তোমার দয়া হলে পঙ্গু হিমাদ্রী লঙ্ঘিয়ে যায়,
বোবার মুখে বাক্য সরে অন্ধ নয়ন মেলে চায়,
আরবের বাসিন্দা তুমি উদয় হলে ভাণ্ডারে ।।
বেশ বদলে দেখা দিলে , গাউছেল আজম মাইজভাণ্ডার,
আহাদ আর আহাম্মদের খেলা বুঝতে শক্তি আছে কার ,
নমস্কার পুনঃ নমস্কার করি বাবা তোমারে ।।
সুখে দুঃখে সমান ভাবে যে জন তোমারে স্মরণ লয় ,
বনে কি মরণে রণে থাকে না তার কোন ভয়,
একটু চরণ প্রান্তে জায়গা দিয়ে রেখো রমেশ পাগলারে ।।