কি মধু মাখা নাম আমিরুজ্জমান
একুল আর ঐকুল দু’কুলের সুলতান

সংকটে নিদানে হাশরের ময়দানে
দোহাই দেব ঐ পবিত্র নামে
যার উছিলায় পাক এ আল্লাহ
সৃষ্টি করিল জমিন ও আসমান ॥

নূরী ছুরতে খোদায়ী আসন
মোহাম্মদী তাজ দুই নয়ন
জ্বীন পরী আর ফেরেস্তারা
নতশীরে জানায় ছালাম ॥

গফুরী হালী বলে , ভয় কি আমার
গোলাম যদি হই , আমিরুজ্জমার
মনে কেবল এ ভাবনা
হইলাম কিনা তাঁহার গোলাম ॥

লেখক : আবদুল গফুর হালী

কি মধু মাখা নাম