কি ফুল ফুইটাছে দেখ ভাণ্ডারে।
চিনিতে পারে না কেহ সংসারে।।
সুগন্ধি এমন, নাহিক তুলন,
মধু লোভে অলিগণ গুঞ্জরে।।
থাকি কত বন, এসে অলিগণ,
জুড়ায়ে নয়ন দেখি তাহারে।।
যেই চিনাছে মন, সেই পুষ্প ধন,
পাইয়াছে সে জন নিজ খোদারে।।
ছালাম আকুল, দেখি সেই ফুল,
হারাইয়াছি জাতি কুল একেবারে।।