কি জালা দিয়া গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধু রে,
না দেখিলে পরাণ-পুড়ে ॥
না রাখি মাটিতে, না রাখি পাটিতে,
না রাখি পালঙ্কের উপরে,
সিঁথির সিন্ধুরে রাখিতাম বন্ধুরে,
বেড়িয়া রেশমী ডোরে ॥
বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেনে ধরে,
কোকিলা করে ধ্বনি, পোহাইল রজনী,
না ডাকি ননদীনির ডরে ॥
নারীর প্রেম গাছে, কি টোনা কইরাছে
বস্ত্র খসি খসি পরে,
কহে আস্কর আলী সাধু শতজনে
বৈরাগী বানাইল মোরে ॥
লেখক: আস্কর আলী