কালা সোনারে কেমনে পাশরি তোমারে

কালা সোনারে কেমনে পাশরি তোমারে তিলে না দেখিলে তোমায় প্রাণে মরিরে।

কালা সোনারে কেমনে পাশরি তোমারে
তিলে না দেখিলে তোমায় প্রাণে মরিরে ।

তব প্রেম ফাঁদে পড়ি, হায় হায় করি কেঁদে মরি
হাটে ঘাটে লোকে মোরে, ছি ছি করে রে ॥

কাঁদে দেখি ভিক্ষার ঝোলা, ধূলা মাখা কম্বল ছালা
অনাদরে লোকে মোরে, ঘৃণা করে রে ॥

দাস হাদী প্রেম ভোরে, ভিক্ষা করে ঘরে ঘরে
ধিক্কার দেয় লোকজনে, যৌবন চোরারে ॥

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

কালা সোনারে কেমনে পাশরি তোমারে