কইবো কি তার প্রেমের কথা

কইবো কি তার প্রেমের কথা, কইতে না যুরায়।অমূল্য ধন গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলায়। রাজা বাদশা পায়না তারে, সামান্য ধনের বিকারে,কাঙ্গাল সে ধন তুচ্ছ করে, সদানন্দে দিন কাটায়। পাইতে শুধু আনন্দ, জগৎ ভরে এত দ্বন্দ,দীনের কাছে সে ধন বন্ধ, পায়না তারে দালান কোঠায়। মণি মুক্তা যতই বল, শান্তি বিনা সব বিফল,সব ছেড়ে দে হরি বল, […]

কইবো কি তার প্রেমের কথা, কইতে না যুরায়।
অমূল্য ধন গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলায়।

রাজা বাদশা পায়না তারে, সামান্য ধনের বিকারে,
কাঙ্গাল সে ধন তুচ্ছ করে, সদানন্দে দিন কাটায়।

পাইতে শুধু আনন্দ, জগৎ ভরে এত দ্বন্দ,
দীনের কাছে সে ধন বন্ধ, পায়না তারে দালান কোঠায়।

মণি মুক্তা যতই বল, শান্তি বিনা সব বিফল,
সব ছেড়ে দে হরি বল, শান্তি ফল পাবে তায়।

কুড়ে ঘর কি গাছের তলা, বাসা করে রও নিরালা,
একলা মনে নামের মালা, জপো যেয়ে সর্বদায়।

যে ধন না পায় জগৎ মূল্যে, সে ধন পাবে অবহেলে,
কয় মনমোহন দীন কাঙ্গালে, এমনি ভাবে দিন যেন যায়।

লেখক : মনমোহন দত্ত

কইবো কি তার প্রেমের কথা