ও ভাই ফরাজী বাজনা গানের

ও ভাই ফরাজী বাজনা গানের মর্ম্ম বুঝনা ,খোদার ভাবে নাচ গানেতে দোষ কি আছে বলনা, একদিন বিবি আয়শা বহু নারী সঙ্গে নিয়ে গান করে

ও ভাই ফরাজী বাজনা গানের মর্ম্ম বুঝনা ,
খোদার ভাবে নাচ গানেতে দোষ কি আছে বলনা ।।

একদিন বিবি আয়শা বহু নারী সঙ্গে নিয়ে গান করে,
শরার ভাবে হারাম বলে, বলে আবু বক্করে,
তাতে রসুলল্লা জায়েজ দিল মেশকাত্ শরীফ দেখনা ।।

নাচতে নাচতে জিকির করলে দোষ কি তাতে হয়েছে,
যে সে ভাবে জিকির করতে খোদা তায়ালা বলেছে,
আল এম্রান ছুরাতে আছে শেষ রুকুতে বর্ণনা ।।

সুলতানপুরী বলে রমেশ নিত্য তারে ডাকা চাই,
যে সে ভাবে জিকির করতে বিচার বুদ্ধি কিছু নাই,
আমি খালি থলি কিসে পুরাই এই সে মনে ভাবনা ।।

রচয়িতাঃ কবিয়াল রমেশ শীল

ও ভাই ফরাজী বাজনা গানের