ও গো তৌহিদের দামান তোমার ছাড়বনা,
দামান ধরে টুটব বেধম ঢলব না ।।
কিসের দোজখ কিসের বেহেস্ত,
তোমার চরণ আমার বেহেস্ত।
নূরী বাবার চরণ বেহেস্ত ভুলব না ।।
আজরাইল ফেরেস্তা যবে,
প্রাণ হারিতে দেখা দিবে।
চরণ বিনে প্রাণ হরিতে দিব না ।।
ঝিলমিল ঝিলমিল মুরতি,
ঝক ঝক ঝক দামানটি।
মাওলা ধনের দেওয়া নিধি ভুলব না ।।