ওকি চমৎকার ভাণ্ডারে এক আজব কারবার।
মানুষ ধরা কল বসাল দেখবি গেলে মাইজভাণ্ডার।।
মানুষ ধরা কল বসাল আমার বাবা ভাণ্ডারী
সেই কলেতে পরলে মানুষ তার থাকে না ঘর বাড়ী,
খোদার জিকির মুখে করি রাস্তা ধরে সাধনার।।
সেই কলেরী মর্ম্ম বুঝে যে জন কলে পড়েছে,
এক ভাবিয়া এক বুঝিয়া একের ঘরে গিয়েছে,
তার আউয়াল আখের ঠিক হয়েছে কোন চিন্তা নাই আর তার ।।
রমেশ বলে সেই কলেতে ধরা পড়তে ভাগ্য নাই,
লোকের সঙ্গে রস রঙ্গে আমিও তথা আসি যাই,
কলে ধরা যে পড়েছে তার চরণে নমস্কার।।