ঐ দেখা যায় বন্ধের বাড়ি

ঐ দেখা যায় বন্ধের বাড়ি,মনে কহে যাইতেম উড়ি, কিন্তু মধ্যে নদীর ফাঁড়ি ॥ নদীর কুলে বন্ধের বাড়ি, ফুল বাগানে রইছে ঘিরিফুল ফুটেছে নানা শানে, দেখলে যায়ে প্রাণ হরি ॥ গুন্ গুন্ রবে বেড়ায় অলি, প্রহরী দেয় সদা মালী ।যেন ফুলের মধু চোরে, করিতে না পারে চুরি ॥ মক্‌বুল না মানে প্রাণে কাঞ্চনপুরা ঘোরা বনে ।মাওলানাজী […]

ঐ দেখা যায় বন্ধের বাড়ি,
মনে কহে যাইতেম উড়ি, কিন্তু মধ্যে নদীর ফাঁড়ি ॥

নদীর কুলে বন্ধের বাড়ি, ফুল বাগানে রইছে ঘিরি
ফুল ফুটেছে নানা শানে, দেখলে যায়ে প্রাণ হরি ॥

গুন্ গুন্ রবে বেড়ায় অলি, প্রহরী দেয় সদা মালী ।
যেন ফুলের মধু চোরে, করিতে না পারে চুরি ॥

মক্‌বুল না মানে প্রাণে কাঞ্চনপুরা ঘোরা বনে ।
মাওলানাজী প্রেম কাণ্ডারী, পার ক’রে দেও শীঘ্র করি ॥

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী (মকবুল)

ঐ দেখা যায় বন্ধের বাড়ি