এই ভূবনে দিতে নারে তুলনা
নূরের পুতুলা বাবা মওলানা।।

বাবা- নিজে বাদশা নিজে কাজী, নিজে নৌকা নিজে মাঝি,
নিজের ভাবে নিজে রাজি মাওলানা।।

আউয়ালে আখেরে তুমি, জাহেরে বাতেনে তুমি
কবরে হাশরে বাবা মওলানা ।।

কি করিবো কোথায় যাবো, কোথায় গেলে তোমায় পাবো
তুমি বিনে কেহ নাই মোর আপনা ।।

জুড়িয়া অনন্ত রাজ্য, করিতেছে খেলার কাৰ্য্য
আমার ভাগ্যে সেবার কার্য্য হলনা।।

রমেশ বলে মনে ভেবে, স্বরূপ দেখা পাবো কবে
এইভাবে কি জনম যাবে বলনা ।।

রচয়িতাঃ কবিয়াল রমেশ শীল

এই ভূবনে দিতে নারে তুলনা