আহারে মন ধন লুটিয়ে নিল মন মোহিনী
কুঞ্জবনে পুষ্পাসনে নাচিল কামিনী ।
কপালে তিলক ফোটা সীতি পাট হীরাকাটা ।
হাতে নিয়ে ফুলের জটা নাচিল চন্দ্রাননী ।
আঁখিতে কাঁজল ধারা গলায় মুক্তার ছড়া।
মৃদু হেসে নয়ন ঠারে, মন হরিল রূপসিনী ।
মুখ হেরি পূর্ণশশী, উড়ে গেল মন উদাসী ।
গায়ে শাড়ী বানারসী, অঞ্চল হেলায় চাঁদবদনী ।
কোমরেতে স্বর্ণ শিকল, দেখি হাদী হয় ব্যাকুল।
পায়েতে নূপুরের বোল নাচে ঝুন ঝুন ঝুন খঞ্জনী ।