আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা,
তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা
নমরুদে কুবুদ্ধি গুণে, খলিলকে ঢালে আগুনে,
রাখল তারে ফুল বাগানে নিজে রব্বানা ।।
জকরিয়া পয়গাম্বরে পলাইল কাফেরের ডরে,
করাতে তার মাথা চিড়ে, উহু করে না ।।
প্রেমিক রতন মুনছুরেরে, তুলিয়া দিল শুলের পরে;
তবু আনল হক্ আনল হক্ করে ঘোষণা ।।
সমসের তবরেজ প্রেমে ব্যস্ত, খুলিয়া দিল নিজে পোস্ত,
মাওলার প্রেমে হেস্তনেস্ত, মস্ত ঘটনা ।।
রমেশ বলে বিনয় কর প্রেমের গুরু মাইজভাণ্ডারী,
প্রাণ ছাড়িলে ছাড়তে পারি প্রেম ছাড়িব না ।।
Mashallah