আশা গরি আছি বই রে আশা গরি আছি বই
মরিত পাইরগ্যমনি আল্লা মাইজভাণ্ডারী হই।
সকাল গেল দুপুর গেল
সন্ধ্যা যারগৈ সংসার লই রে আমার
সন্ধ্যা যারগৈ সংসার লই ॥
সারাজীবন বাজাই গেলাম মাইজভাণ্ডারী ঢোল
কি জানি বাবাজান আরে গইরগ্যেনি কবুল
ন চিনিলাম আল্লা-রসুল ভাণ্ডারী ভাণ্ডারী কইরে আমি
ভাণ্ডারী ভাণ্ডারী কই ॥
গফুর হালী বিশ্বাস গরি ধইরগ্যে যার চরণ
গলাত ছুরি চালাইলেও ন অইব ছারন
সঙ্গে গরি নিয়ুম যে দিন
দুনিয়াত্তুন যাইয়ুমগই রে আমি
দুনিয়াত্তুন যাইয়ুমগই ॥