আর জ্বালাইও না ভাণ্ডারী আর পোড়াইও না
কচি মনে এত জ্বালা সইতে পারি না ॥ (ভাণ্ডারী)

একে তোমার ভাবে পুড়ি
তার উপর জ্বালায় সংসারী
কোথায় গেলে পোড়া মনে পাব সান্ত্বনা ॥

পর হইব বলি আপন
কত করলাম আদর যতন
দাগা দিয়া চলি গেল দিয়া বেদনা ॥

অভাগারে এত কান্দাই
কোন বনে রইয়াছো লুকাই
এত ডাকাডাকি কেন সাড়া মিলে না ॥

দয়াল বলে শুনিয়া নাম
তাই তো মাইজভাণ্ডারে আইলাম
সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না ॥

ভাঙ্গা নৌকা অন্ধ মাঝি
সঙ্গে নাই মোর কোন পুঁজি
গফুর হালীর আশার তরী ডুবাই দিও না ॥

রচয়িতা: আব্দুল গফুর হালী

আর জ্বালাইও না ভাণ্ডারী