আর কিছু ধন চাইনা মুরশিদ-ও যাইতে মোরে সঙ্গে নিও
আমার মরণের কালে তোমার হাতে পানি দিও ॥
আড়াইল্যা পাড়াইল্যা আনি, শরবত মোরে না খাওয়াইও
আমির ধনের হাতের পানি, আমারে খাবাইয়া দিও ॥
কাঠাল পাড়ার পুকুরের পানি, আমার গোসল না দেওয়াইও
আমির ধনের পাগল আনি, আমারে গোসল করাইও ॥
আমি মরলে এই করিও, খাটের মাঝে না চড়াইও
আমার কালাসোনার পাগল আনি হাতে হাতে লইয়া যাইও ॥
অন্য মৌলভী আনি, জায়-নামাজ মোর না পড়াইও
তরিকতের আলেম আনি, জায়নামাজ মোর পড়াই দিও ॥
আড়াইল্যা পাড়াইল্যা আনি, আমার কবর না খুড়াইও
আমির ধনের পাগল আনি, আমার কবর খুড়াই লইও ॥
হাট বাজারের গোলাপ আতর, আমার গায়ে না ছিটাইও
আমির ধনের হাতের পানি, আমার গায়ে ছিটাই দিও ॥
দাস রহিমুল্লাহ বলে, গুরুজির জিকির তালে
ঢোলক বেলা বাদ্য বাজাই, আমারে দাফন করিও ॥