আমি যাব মদিনা

আমি যাব মদিনা, আমি দেখব মদিনা । ছোট বেলায় শুনেছিলাম সোনার মদিনায়, দয়াল নবী শুয়ে আছেন উম্মতের মায়ায়, সেই থেকে সুদু একটা ছিলো মনের বাসনা ।

আমি যাব মদিনা
আমি দেখব মদিনা

আল্লাহ গো আমায় তৌফিক
দাও যেতে মদিনা।

ছোট বেলায় শুনেছিলাম সোনার মদিনায়
দয়াল নবী শুয়ে আছেন উম্মতের মায়ায়
সেই থেকে সুদু একটা ছিলো মনের বাসনা ।।

দিবা রাত্রি মদিনা মদিনা ঝিকির করে যায়
এই জীবনে একবার যেতে মদিনায়
দয়াল নবী এই গোলামের আরজি শুনোনা ।।

স্বপ্নে এসে একবার দেখা দাও আমায়
কাদতে কাদতে এই গোলামের দিন বয়ে যায়
মরার আগে একবার কি দেখা পাবোনা ।।

লেখকঃ -সৈয়দ মঈনুদ্দিন আমিরী

আমি যাব মদিনা