আমি তোর দুয়ারের ভিখারী

আমি তোর দুয়ারের ভিখারী অন্য কারো আশা না করিত্রি-জগতের সুলতান হইয়া নাম ধরেছ ভাণ্ডারী ॥ ওরে বাবা দয়াল আমির ধনঅলক্ষ্যেরে লক্ষ্য আমির ধনকোথায় যাওরে প্রাণের আমির আমায় নাও সঙ্গে করি ॥ ওরে বাবা দয়াল আমির ধনসাধন গুণে না পাইলাম তোমার পাক চরণআমি থাকতে চাহি গোলাম হইয়া তুমি দাসের কাণ্ডারী ॥

আমি তোর দুয়ারের ভিখারী অন্য কারো আশা না করি
ত্রি-জগতের সুলতান হইয়া নাম ধরেছ ভাণ্ডারী ॥

ওরে বাবা দয়াল আমির ধন
অলক্ষ্যেরে লক্ষ্য আমির ধন
কোথায় যাওরে প্রাণের আমির আমায় নাও সঙ্গে করি ॥

ওরে বাবা দয়াল আমির ধন
সাধন গুণে না পাইলাম তোমার পাক চরণ
আমি থাকতে চাহি গোলাম হইয়া তুমি দাসের কাণ্ডারী ॥

আমি তোর দুয়ারের ভিখারী