আমি কুলহারা কলঙ্কিনী

আমি কুলহারা কলঙ্কিনীআমারে কেউ ছুঁইও না গো সজনী ॥ প্রেম করে প্রাণ বন্ধুর সনেযে-দুঃখ পেয়েছি মনে,আমার কেঁদে যায় দিন-রজনী ॥ প্রেম করা যে স্বর্গের খেলাবিচ্ছেদে হয় নরক জ্বালা,আমার মন জানে, আমি জানি ॥ সখি আমার উপায় বলো নাএ জীবনে দূর হলো না,বাউল করিমের পেরেশানি ॥ লেখক : শাহ আবদুল করিম

আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইও না গো সজনী ॥

প্রেম করে প্রাণ বন্ধুর সনে
যে-দুঃখ পেয়েছি মনে,
আমার কেঁদে যায় দিন-রজনী ॥

প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা,
আমার মন জানে, আমি জানি ॥

সখি আমার উপায় বলো না
এ জীবনে দূর হলো না,
বাউল করিমের পেরেশানি ॥

লেখক : শাহ আবদুল করিম

আমি কুলহারা কলঙ্কিনী