আমি কি পাবো তাঁহারে

আমি কি পাব তাঁহারে আমি কি পাব তাঁহারে।সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে। যাঁর প্রেমের কলঙ্ক হার গলে শোভে চন্দ্রহার।পাব আশে যোগী বেশে ফিরি নগরে ।।

আমি কি পাব তাঁহারে আমি কি পাব তাঁহারে।
সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে।

যাঁর প্রেমের কলঙ্ক হার গলে শোভে চন্দ্রহার।
পাব আশে যোগী বেশে ফিরি নগরে ।।

হায় হায় করি পাগল বেশে ঘরে ঘরে দেশে দেশে।
পর্বত কানন বনে ঢুরি যাহারে ।।

হাদী যাঁর পিরিতির দায় ঝাঁটা পিছা লাথি খায় ।
অনাদরে ছি ছি করে লোকের দুয়ারে ।।

রচয়িতাঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

আমি কি পাবো তাঁহারে