আমির বাবা কেবলা কাবা, দুই কুলের কুল
গুরু বিনে ত্রিজগতে সব জানিবে ভুল
দুই কুলের কুল যিনি, সর্ব জায়গায় আছেন তিনি
ইশকের ভাণ্ডার ছিল মুহাম্মদ রসুল ৷৷
স্বচক্ষে দেখিলে মূল, মুছে যাবে গণ্ডগোল
থেকে থেকে আমি আমি হই হুলুস্থুল ৷৷
আমি দাসের বুদ্ধির ভুল, হারাইলাম দুই কুল
দিবানিশি সেব গুরুর চরণ রাতুল ৷৷